সাতক্ষীরার কালিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিবেদক: Shomoy News 24 প্রকাশের সময়: 12/11/2019 10:09 PM
ন্যাশনাল ডেস্ক: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক হয়েছে দুই যুবক। তারা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের নলতা গ্রামের উজির আলী পাড়ের ছেলে শরিফুল ইসলাম (২৬) ও ওয়াজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৭)।
থানার সহকারী উপ-পরিদর্শক আজিম হোসেন জানান, সোমবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস, সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান ও আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার নলতা হাটখোলা সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।